Ajker Patrika

রাজশাহীতে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

রাজশাহী শহরের দাশপকুর ডিসির মোড় এলাকা থেকে রুপালি খাতুন (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রুপালি খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার বাজিয়াকোলা গ্রামের হাসান আলীর মেয়ে। তিনি নিঃসন্তান ছিলেন। তাঁর স্বামীর নাম হারুন অর রশিদ। তিনি সৌদি আরবে থাকেন। নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর গ্রামে রুপালি খাতুনের বাড়ি। নগরীর দাশপকুর ডিসির মোড় এলাকায় একাই ভাড়া থাকতেন তিনি। 

বাড়িওয়ালার বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘রুপালি খাতুন থাকতেন বাড়ির দোতলায়। নিচতলায় পরিবার নিয়ে থাকেন বাড়ির মালিক। শুক্রবার বাড়িওয়ালার ছেলে ফজরের নামাজ পড়তে বের হলে সিঁড়ির পাশে রুপালি খাতুনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তাঁরা।’ 

রাজপাড়া থানার  ওসি আরও বলেন, ‘সিঁড়িতে কোনো রেলিং ছিল না। রুপালি ওপর থেকে পড়ে যেতে পারেন, আবার তাঁকে ফেলে দেওয়াও হতে পারে। ওপর থেকে পড়ার কারণে শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। পোশাক না থাকার কারণে ধর্ষণের পর হত্যা করাও হতে পারে। ময়নাতদন্ত না করে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত