Ajker Patrika

সাইবার সিকিউরিটি আইন আরও নিষ্ঠুর: রিজভী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাইবার সিকিউরিটি আইন আরও নিষ্ঠুর: রিজভী

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে, তা আরও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট বিতরণের আগে রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরও নিষ্ঠুর, আরও ধারালো করা হয়েছে। এই আইনের কারণে সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে, পাশাপাশি সাধারণ মানুষতো পড়েছেই।

ডেঙ্গু প্রতিরোধে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে লিফলেট বিতরণ হয়। এই আইনের কারণে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের (সরকার) যে লুটপাট, বিদেশে টাকা পাচার, তাদের যে ব্যাংক লুট এই ধরনের পরিস্থিতিতে কোনো চুরির সংবাদ যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথায় প্রচার না করতে পারে তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাস করেছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। ঢাকার দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে কোনো সরঞ্জাম নেই। দুই সিটি করপোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাঁদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো দয়ামায়াও নেই।’ 

শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত