Ajker Patrika

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে শহরের আকাশতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাবলু মিঞা (২৫) শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকায় সুনীল পালের মালিকানাধীন সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন। এ ছাড়া শাবলু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনেরা। 

হোটেল মালিক সুনীল পাল বলেন, আজ বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে শুনি এখানে সে ট্রেনে কাটা পড়েছে। 

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘শাবলু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। আজ বিকেলে হোটেল থেকে বাড়িতে আসার পথে ট্রেনে কাটা পড়ে তার শরীর তিন খণ্ড হয়ে যায়। লাইনের ওপরেই তার দেহের অংশ পড়ে ছিল। খবর পেয়ে এখানে এসে ভাইকে শনাক্ত করি।’ 

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খায়রুল বাসার বলেন, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকার ট্রেনে কাটা পড়ে শাবলুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হবে। আইনি প্রক্রিয়া মেনে শাবলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত