Ajker Patrika

বগুড়ায় জাপাকে দুটি, জাসদের জন্য একটি আসন ছাড়ল আওয়ামী লীগ 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জাপাকে দুটি, জাসদের জন্য একটি আসন ছাড়ল আওয়ামী লীগ 

বগুড়ায় সাতটি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৬৫ জন। তাঁদের মধ্যে ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের তিনজন প্রার্থী রয়েছেন। অর্থ্যাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টির (জাপা) জন্য দুটি ও জাসদের জন্য একটি আসন ছাড়ল। এখন নির্বাচনের মাঠে থাকলেন মোট ৫৪ জন প্রার্থী। 

জেলা রিটার্নিং অফিসার ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আজ রোববার যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাঁরা হলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহমান। বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক ও জাকের পার্টির মো. আজগর আলী ফকির। এ আসনে জাপার প্রার্থী হলেন শরিফুর ইসলাম জিন্নাহ। 

বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু ও জাকের পার্টির মো. গোলাম মোস্তফা। এ আসনে জাপার প্রার্থী রয়েছেন মো. নুরুল ইসলাম তালুকদার। 

বগুড়া-৪ (কাহাল–নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ ও জাকের পার্টির আব্দুর রশিদ সরদার। এই আসনে জাসদের প্রার্থী হলেন এ কে এম রেজাউল করিম তানসেন। 

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জাকের পার্টির মাছুম রানা ওয়াসীম, বগুড়া-৬ (সদর) আসনে একই দলের মোহাম্মদ ফয়সাল বিন শফিক এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাকের পার্টির নাজির মাহমুদ রতন ও স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত