নওগাঁ প্রতিনিধি
নাশকতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ও রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, যুবদলের সদস্য চঞ্চল রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ।
আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ সরকার ও সালাউদ্দিন মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপির ৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামি দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া ২৫ নভেম্বর রাতে মান্দার কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে একই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাশকতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ও রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, যুবদলের সদস্য চঞ্চল রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ।
আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ সরকার ও সালাউদ্দিন মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপির ৬ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন আসামি দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়া ২৫ নভেম্বর রাতে মান্দার কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে একই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
৮ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৮ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৯ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে