Ajker Patrika

নাটোর-বগুড়া মহাসড়কের নির্মাণকাজ নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নাটোর প্রতিনিধি
নাটোর-বগুড়া মহাসড়কের নির্মাণকাজ নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আগামী এক মাসের মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি না হলে কালো তালিকাভুক্তির মাধ্যমে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। 

জানা যায়, বাস্তবায়নাধীন হাই-টেক পার্ক স্থাপন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পসহ বাকি চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা, ফোর লেন রাস্তার প্রকল্প পরিচালকসহ নাটোর জেলার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। 

বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পরিকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দরা। 

প্রতিমন্ত্রী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর উদ্দেশ্যে বলেন, মহাসড়কের কাজের অগ্রগতি না হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। কোনোভাবেই জনগণের ভোগান্তি মেনে নেওয়া যাবে না। 

উল্লেখ্য, নাটোর-বগুড়া মহাসড়কের সম্প্রসারণ কাজ ২০২০ সালের প্রথমদিকে শুরু হয়। কিন্তু এখনো ৪০ শতাংশ কাজের অগ্রগতি হয়নি। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হল মীর হাবিবুল আলম কন্সট্রাকশন ও রানা বিল্ডার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত