Ajker Patrika

তানোরে ভুয়া পিবিআই অফিসার গ্রেপ্তার

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 
তানোরে ভুয়া পিবিআই অফিসার গ্রেপ্তার

রাজশাহীর তানোরে শামীম হোসেন (২৮) নামে এক ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিসারকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শামীম হোসেন নাটোর জেলার সিংড়ার উপজেলার দামকুড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। 

তানোর থানার ওসি রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ভুয়া প্রতারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিসার শামীম হোসেনকে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। কৃষ্ণপুর এলাকার জনৈক এক কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে পরিচয়ের পর চাকরি দিবে বলে ৩৬ হাজার টাকা আগাম নেয়। শনিবার বাকি টাকা নেওয়ার কথা ছিলো। টাকা দেওয়ার আগে ওই ছাত্রী তানোর থানায় পিবিআই অফিসার বিষয়ে খোঁজ নিলে তানোর থানা-পুলিশ অনুসন্ধান করে জানতে পারেন যে, শামীম হোসেন ভুয়া প্রতারক পিবিআই অফিসার। পরে তাঁকে আটক তানোর থানায় আনা হয়। এ ঘটনায় জনৈক কলেজ ছাত্রীবাদী হয়ে প্রতারক শামীম হোসেনের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

ওসি রাকিবুল আরও জানান, গ্রেপ্তারকৃত প্রতারক শামীম হোসেনের বিরুদ্ধে নওগাঁ ও পাবনা জেলায় পৃথক আরও দুইটি প্রতারণা মামলা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত