Ajker Patrika

শিয়ালের কামড়ে আহত ২৭, গণপিটুনিতে শিয়ালের মৃত্যু

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
Thumbnail image

রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করতে গিয়ে পাগলা শিয়ালের কামড়ে ২৭ জন পানচাষি আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, সকাল সাড়ে ছয়টার দিকে নিজেদের পান বরজে কাজ করতে যান পানচাষিরা। পানবরজে ঢুকতেই প্রথমে মুনসুর রহমানকে শিয়াল এসে ঘিরে ধরে এবং কামড়ানো শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের পান বরজের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের অন্য পানচাষিরা আলাদা-আলাদা পানবরজে গেলে তাঁরাও শিয়ালের আক্রমণের শিকার হন। এভাবে সকাল ৯টা পর্যন্ত ২৭ জন পাগলা শিয়ালের আক্রমণের শিকার হন। পরে শিয়ালের আক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শিয়ালের কামড়ে আহতেরা হলেন—শ্রীপুর গ্রামের মুনসুর রহমান, আবদুল গাফফার, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মকবুল হোসেন, নাজিম উদ্দিন, রুহুল আমিন, আবদুর রশিদ, আফসার আলী, ইদ্রিস আলী, হাফিজুর রহমান, আবদুস সালাম, রফিকুল ইসলাম, নাইম, আব্দুস সালাম, আইনাল হক, হাবিবুর রহমান প্রমুখ। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আরও এক কৃষককে আক্রমণ করতে গেলে লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে। তাঁরা জানান, শিয়ালটি কামড়াতে এসেছিল। এ সময় লোকজন জড়ো হয়ে ধাওয়া দিয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরেছেন। শ্রীপুর গ্রামের নদী ও বিলের ধারে পান বরজগুলো হওয়ার ফলে বিভিন্ন সময় শিয়াল এসে লুকিয়ে থাকে। এর আগে পান বরজে শিয়াল মানুষের ওপর আক্রমণ করেনি। শিয়ালের আক্রমণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। 

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, শিয়ালের আক্রমণের শিকার লোকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত