Ajker Patrika

প্রবাসফেরত নারীর সঙ্গে প্রেমে ধরা খেয়ে আ.লীগ নেতার বিয়ে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ২৭
প্রবাসফেরত নারীর সঙ্গে প্রেমে ধরা খেয়ে আ.লীগ নেতার বিয়ে

সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসফেরত এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে মহররম আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে উভয় পক্ষের সম্মতিতে তাঁদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। 

মহররম আলী নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মহররম আলীর সংসারে দুই সন্তান ও স্ত্রী রয়েছে। একই গ্রামের প্রবাসফেরত নারী তালাকপ্রাপ্তা। তাঁরও দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেম চলছিল। কিছুদিন আগে ওই প্রবাসী নারী বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এরপর থেকেই মহররম আলী ওই নারীর বাড়িতে গোপনে যাতায়াত করতেন।

গত বৃহস্পতিবার রাতে মহররম আলী ওই নারীর সঙ্গে রাত্রি যাপন করতে গেলে বাড়ির লোকজন টের পান। তাঁরা প্রতিবেশী ও গ্রামের মাতবরদের খবর দেন। গ্রামের লোকজন এসে ওই নারীর ঘরে মহররমকে আটকে রাখেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উভয় পক্ষের অভিভাবকদের সম্মতিতে ৪ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মহররম আলী প্রবাসফেরত ওই নারীর কাছে প্রায়ই যাতায়াত করতেন। রাতে ওই নারীর ঘরে ঢুকলে স্থানীয়রা তাঁদের দুজনকে আটক করে বিয়ে পড়িয়ে দিয়েছেন। এ নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা করে তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত