সিরাজগঞ্জ প্রতিনিধি
যৌতুকের মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামের এক পুলিশ কনস্টেবলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতের বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল ও পেশকার শহীদুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সঙ্গে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সাত লাখ টাকা যৌতুক দাবি করা হলে নগদ চার লাখ টাকা, দুই লাখ টাকার গয়নাসহ যৌতুকের ছয় লাখ টাকা পরিশোধ করা হয়।
বাকি এক লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। কিন্তু এই টাকার জন্য মীম খাতুনকে নির্যাতন করতেন স্বামী ও পরিবারের লোকজন। এ ঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারি স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শাশুড়ি স্বপ্না খাতুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত মামুন মিয়াকে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
যৌতুকের মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামের এক পুলিশ কনস্টেবলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতের বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল ও পেশকার শহীদুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সঙ্গে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সাত লাখ টাকা যৌতুক দাবি করা হলে নগদ চার লাখ টাকা, দুই লাখ টাকার গয়নাসহ যৌতুকের ছয় লাখ টাকা পরিশোধ করা হয়।
বাকি এক লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। কিন্তু এই টাকার জন্য মীম খাতুনকে নির্যাতন করতেন স্বামী ও পরিবারের লোকজন। এ ঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারি স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শাশুড়ি স্বপ্না খাতুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত মামুন মিয়াকে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
নওগাঁর মান্দা উপজেলায় ফকিরনী নদী থেকে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার চকশৈল্যা বাজারসংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়।
৩ মিনিট আগেআজিজুর রহমানের মা নুরি বেগম বলেন, ‘ছেলের পাঠানো টাকা দিয়ে কোনোমতে সংসার চলে। ভাঙাচোরা ঘরে থাকতে কষ্ট হয়। তার ওপর আমরা তিনজনই অসুস্থ। ছেলে টাকা না পাঠালে না খেয়ে মরতে হবে। আজিজুর কোনো দিন রাজনীতি করেনি। ছোটবেলা থেকেই কর্মঠ ছিল। কেন যে ৩২ নম্বরে ফুল দিতে গেল ছেলেটা।
৩ মিনিট আগেহবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এ সময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা।
১২ মিনিট আগেশেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ মিনিট আগে