Ajker Patrika

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে রজিবুল ইসলাম রজন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে গুলিতে তাঁর মৃত্যু হয়। নিহত রজিবুল উপজেলার রোকনপুর (ঠাকুরপুকুর) এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ।

স্থানীয় গ্রাম্য মহল্লাদার সেলিম আলী নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বলেন, রজিবুল শনিবারে রাতে গরু আনতে ভারতে যান। তাঁর সঙ্গে অন্য গরুর রাখাল ছিল। ওই রাতে বিএসএস তাঁদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও গুলিতে তাঁর মৃত্যু হয়।

সেলিম আলী আরও বলেন, সীমান্তের ২২০, ২২৩, ২০১ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তরে মহিলা ক্যাম্প এলাকায় রজিবুল ইসলাম রজনের লাশ পড়ে ছিল। রজিবুল ইসলামের দুটি সন্তান রয়েছে। বিজিবি তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি নওগাঁর উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত