Ajker Patrika

টিআর কর্মসূচিতে ব্যতিক্রমী উদ্যোগ, হাতে-কলমে শিখবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ কারিগরি ল্যাবরেটরি। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ কারিগরি ল্যাবরেটরি। ছবি: আজকের পত্রিকা

ছবি নয়, এবার বাস্তব। বইয়ের পাতায় দেখা জটিল মেশিনের নকশা কিংবা শ্রেণিকক্ষে শোনা মোটরের কাজের বর্ণনা—সবই এখন জীবন্ত। রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা এখন থেকে যন্ত্রপাতি ছুঁয়ে দেখেই শিখবে। আর হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সেসব যন্ত্রপাতির ব্যাপারে দক্ষতা অর্জন করবে।

আজ বৃহস্পতিবার তাদের জন্য খুলে দেওয়া হলো একটি পূর্ণাঙ্গ কারিগরি ল্যাবরেটরি। শিক্ষাবিষয়ক এই ল্যাব স্থাপন করা হয়েছে টিআর প্রকল্পের আওতায়। টিআর কর্মসূচি সাধারণত রাস্তাঘাট, সেতু কিংবা কালভার্ট তৈরিতে দেখা যায়, কিন্তু এবার পবা উপজেলায় এই তহবিল ব্যবহৃত হলো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি-ল্যাব গড়তে, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ।

সকালে ল্যাবটির উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শুধু বইয়ের জ্ঞান দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের দরকার হাতে-কলমে দক্ষ একটি প্রজন্ম। সেই লক্ষ্যেই এই কারিগরি ল্যাব। এটিই সারা দেশে টিআর প্রকল্পের আওতায় প্রথম শিক্ষাসংশ্লিষ্ট ল্যাব, যা পবা থেকে যাত্রা শুরু করল।’

এই ল্যাব নির্মাণের পেছনে যিনি মূল উদ্যোক্তা, তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। তিনি বলেন, ‘টিআর প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ অবকাঠামো নির্মাণ। তবে এবার আমরা নতুনভাবে চিন্তা করেছি—গ্রামের ভিত শক্ত করতে হলে দরকার দক্ষ ও শিক্ষিত জনসম্পদ। তাই এই উদ্যোগ। এটি সরকারের অর্থের সর্বোত্তম ব্যবহার।’

ল্যাব পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত শিক্ষার্থীরাই। দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হামিদ বলে, ‘আগে শুধু বইয়ে ছবি দেখে বুঝতাম মোটর কীভাবে চলে বা ওয়েল্ডিং কীভাবে হয়, এখন হাতে-কলমে কাজ করতে পারব। এটা আমাদের কর্মজীবনের প্রস্তুতিতে অনেক সহায়তা করবে।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী বলেন, ‘ভোকেশনাল শিক্ষার মূল উদ্দেশ্য হলো কর্মমুখী জ্ঞান দেওয়া। কিন্তু আধুনিক যন্ত্রপাতি না থাকায় আমরা সবটা দিতে পারতাম না। এখন এই ল্যাব আমাদের সেই সীমাবদ্ধতা দূর করবে। এটি আমাদের স্কুলের জন্য মাইলফলক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত