Ajker Patrika

ঝড়বৃষ্টির মধ্যে নিখোঁজ বাবা-ছেলের লাশ মিলল যমুনায়

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১৩: ৪৫
ঝড়বৃষ্টির মধ্যে নিখোঁজ বাবা-ছেলের লাশ মিলল যমুনায়

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার ও তাঁর ছেলে আশিক বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে উপজেলার চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি শাখা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

গত রোববার সন্ধ্যা থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন তালুকদার উপজেলার চরগিরিশ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত রোববার সন্ধ্যায় তিনি ছেলে আশিক বাবুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি পাশের ডিগ্রিদোরতা গ্রামে যাচ্ছিলেন। পথে চর ধরে হেঁটে যমুনা নদী পার হচ্ছিলেন তাঁরা। তখন ঝড়বৃষ্টি হচ্ছিল। তখন থেকেই তাঁরা নিখোঁজ। পরে স্বজনেরা মৌখিকভাবে জানালে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ।’

ওসি শ্যামল কুমার দত্ত আরও বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই স্থানে আজ সকালে তার ছেলে আশিক বাবুরও মরদেহ ভেসে ওঠে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত