Ajker Patrika

বগুড়ায় বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৯
বগুড়ায় গতকাল শনিবার রাতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় গতকাল শনিবার রাতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মানকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি এলাকায় জুম্মান কসাই নামে পরিচিত। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের চকযাদু সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) ছুরিকাঘাতে জখম হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান। ওই ঘটনায় করা মামলায় জুম্মানকে আসামি করা হয়। তিনি চাঁদা না পেয়ে লোকজন নিয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান র‍্যাবের কাছে স্বীকারোক্তি দেন। তাঁকে আজ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত