নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সংসদ নির্বাচনে আটটি ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে হাজিনগর ইউনিয়নের আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি, চন্দননগর ইউনিয়নের আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি, ভাবিচাতে ১০ টির মধ্যে ঝুঁকিপূর্ণ দুটি, নিয়ামতপুর সদরে আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ দুটি, রসুলপুরে ১১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ পাঁচটি, পাঁড়ইলে ১০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি, শ্রীমন্তপুরে ১০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ একটি এবং বাহাদুরপুরে ১০টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তিনি আশা করছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ভোটের দিন ৭ জানুয়ারি ভোরে ব্যালট পেপার প্রিসাইডিং কার্যালয়ের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সেগুলো ভোটের দিন ভোরে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হবে। এ জন্য ৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলায় দুই লাখ আট হাজার ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সংসদ নির্বাচনে আটটি ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে হাজিনগর ইউনিয়নের আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি, চন্দননগর ইউনিয়নের আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি, ভাবিচাতে ১০ টির মধ্যে ঝুঁকিপূর্ণ দুটি, নিয়ামতপুর সদরে আটটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ দুটি, রসুলপুরে ১১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ পাঁচটি, পাঁড়ইলে ১০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ তিনটি, শ্রীমন্তপুরে ১০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ একটি এবং বাহাদুরপুরে ১০টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তিনি আশা করছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ভোটের দিন ৭ জানুয়ারি ভোরে ব্যালট পেপার প্রিসাইডিং কার্যালয়ের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সেগুলো ভোটের দিন ভোরে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হবে। এ জন্য ৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলায় দুই লাখ আট হাজার ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাঁশ ধরে সমুদ্রে ঘণ্টাখানেক ভেসে থাকা সাত নাবিক ও স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে যায়
৮ মিনিট আগেদেশের একমাত্র শৈলদ্বীপ কক্সবাজারের মহেশখালী। এই দ্বীপ উপজেলার আরেক বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া। ১০ হাজার একর আয়তনের দ্বীপটিতে একসঙ্গে সুন্দরবন ও সাগরের নয়নাবিরাম দৃশ্য দেখতে পারেন ভ্রমণপিপাসুরা।
২২ মিনিট আগেপুলিশ জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে কুমিল্লার আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবদুল মোমিন। সেখানে তিনি দাবি করেছেন, পারিবারিক কলহ ও তাঁর ১৩০ বছর বয়সী মা আতর বানুর সেবাযত্ন করতে অনীহা প্রকাশ করায় কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা
৩১ মিনিট আগেপাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল, কর্মকর্তা–কর্মচারীর যোগসাজশে গ্রাহক হয়রানি, জিম্মি করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রাথমিকভাবে গ্রাহক হয়রানি ও অফিস
৩৮ মিনিট আগে