Ajker Patrika

ওষুধতো দূরের কথা দু’বেলা খাবারও জুটছে না খলিলের

প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭: ০৪
ওষুধতো দূরের কথা দু’বেলা খাবারও জুটছে না খলিলের

দুর্গাপুর (রাজশাহী): ওষুধ কেনার টাকা নেই। দু’বেলা খাবারও জোটছে না তার। লকডাউনে স’মিল বন্ধ। কর্মহীন তিন সদস্যের পরিবারে অভাব এখন প্রকট। রোজগার না থাকায় কোনো কোনো দিন না খেয়েও থাকতে হচ্ছে তাদের।

এভাবেই নিজের বর্তমান অবস্থার কথা বর্ণনা করছিলেন রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দিনমজুর খলিলুর রহমান। আজ শুক্রবার দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর বিএম কলেজ মাঠে অলস সময় কাটাচ্ছিলেন খলিলুর। এ সময় তাঁর সঙ্গে কথা হয়।

খলিল বলেন, ‘দফায় দফায় অবরোধ (লকডাউন) চলছে। স’মিল বন্ধ হয়ে গেছে। গ্রামেও কাজ নেই। দোকানদাররা এ সময় বাকিতে কিছুই দেয় না। ঘরে মজুদ চাল, ডালও শেষ হয়ে গেছে। কোনো কামাই রোজগার নাই। বউ বাচ্চা নিয়া খুব কষ্টে আছি’।

খলিল আরও বলেন, বুদ্ধি হওয়ার বয়স থেকে মানুষের বাড়িতে চাকরগিরি করছি। খেটে খেটে এখন (অসুস্থ) শরীর আর চলে না। কোমরে ব্যথা, টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারি না। প্রতিদিন ওষুধ খেয়ে কাজে যেতে হয়।

সরকারি কোনো অনুদান, ভিজিডি, ভিজিএফ, কিংবা বয়স্ক ভাতা সুবিধা পাননি তিনি। ফলে লকডাউনের কারণে গত কয়েকদিন রোজগার নেই বললেই চলে। চালের কেনার মতো টাকা রোজগার করতে না পারলে পরিবার নিয়ে অভুক্ত থাকতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বলেন, বর্তমানে নিম্নআয়ের মানুষেরা খুব কষ্টে আছে। সরকারি সহযোগিতা এলে এসব মানুষকে সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত