Ajker Patrika

সিংড়ায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

নাটোর প্রতিনিধি
সিংড়ায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় অভি রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অভি তার বন্ধু মিমের সঙ্গে সিংড়া থেকে নাটোর শহরে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেয়। পথে নিংগইন এলাকায় বিপরীত দিকে থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মিম ছিটকে রাস্তার পাশে পড়ে আহত হয়। কিন্তু অভি ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায়। আহত মিমকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ট্রাকটি দ্রুত চলে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত