Ajker Patrika

রিমান্ড শেষে সাবেক এমপি হেনরী ও তার স্বামী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০০: ১৯
Thumbnail image

সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাদের আদালতে হাজির করে দুইটি হত্যা ও অস্ত্র মামলায় শোন অ্যারেস্টের আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন। এ ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী পরিবার। এরপর থেকে হেনরী ও তার স্বামী পলাতক ছিলেন। 

গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে ২ অক্টোবর তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত