আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’
দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’
দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগেওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
১৬ মিনিট আগেমাইলস্টোন স্কুল ও কলেজের অকালে ঝরে পড়া ফুলগুলোর সংখ্যা অন্তত ২৬-এ উঠল। ২১ জুলাইয়ের মর্মান্তিক বিপর্যয়ে শিক্ষক, অভিভাবক আর যুদ্ধবিমানের পাইলট মিলিয়ে নিহতের সংখ্যা গতকাল রোববার পর্যন্ত ৩৪।
২৩ মিনিট আগেকাইতাড়া গ্রামের বাসিন্দা মামুন হায়দার বলেন, এই সড়ক নির্মাণের পর আর সংস্কার হয়নি। তবুও চলাচলের যোগ্য ছিল। কিন্তু গত ৮ থেকে ১০ বছর স্থানীয় একাধিক বালু ব্যবসায়ীর ট্রাক চলাচল করতে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে বেহাল অবস্থায় পরিণত হয়।
১ ঘণ্টা আগে