প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী)
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য চালু করা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গেছে। আজ শনিবার থেকে এই ট্রেন ‘ক্যাটল স্পেশাল’ নামে চলাচল শুরু করেছে। এই ট্রেনে আমের বদলে পরিবহন করা হচ্ছে গরু।
কোরবানির পশু নিয়ে বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি যাত্রা শুরু করছে। আগামীকাল রোববার এবং সোমবারেও ট্রেনটি চলবে।
স্বল্প খরচে ঢাকায় আম নিয়ে যেতে গত ২৭ মে চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আজ থেকে এই ট্রেনের নাম বদল করে নাম রাখা হয় ‘ক্যাটল স্পেশাল’। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনসহ ট্রেনটি রাজশাহী এসে আরও চারটি ওয়াগন যুক্ত হয়ে যায়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য এই ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। তবে কোরবানির ঈদের একেবারেই শেষ মুহূর্তে এসে ট্রেনটি চালু করা হলো।
ব্যাপারীরা বলছেন, আরও আগে ট্রেনটি চালু করলে ভালো হতো। তবে ট্রেনের চেয়ে ট্রাকে গরু পরিবহনেই ভোগান্তি কম। কারণ, ট্রাকে হাট পর্যন্ত যাওয়া যায়। ট্রেনে গেলে প্রথমে গরু ট্রাকে করে স্টেশনে যেতে হবে। তারপর ঢাকায় নেমে আবার ট্রাকে তুলে হাটে যেতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেবে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ৭টা ২০ মিনিটে। চাঁপাইনবাবগঞ্জের চারটি ওয়াগনে ২০টি করে মোট ৮০টি গরু নেওয়া যাবে।
আজ শনিবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, প্রথম দিনের জন্য আগেই বুকিং দেওয়া হয়েছিল। এ দিন চাঁপাইনবাবগঞ্জের ২০টি, রাজশাহীর ২০টি ও বড়াল স্টেশন থেকে ২০ টিসহ মোট ১২০টি গরুর বুকিং ছিল। মোট তিন দিন চলবে এই ট্রেন।
স্টেশন ব্যবস্থাপক জানান, ট্রেনটির একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা। এতে ২০টি গরু নেওয়া যাবে। কারও ২০টি গরু না থাকলে কয়েকজন ব্যাপারী একসঙ্গে অথবা কয়েকজন খামারি একসঙ্গে হয়ে ওয়াগন নিতে পারবেন। এতে প্রত্যেক গরুর জন্য রাজশাহী থেকে ভাড়া পড়বে ৫৯১ টাকা ৫০ পয়সা।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য চালু করা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গেছে। আজ শনিবার থেকে এই ট্রেন ‘ক্যাটল স্পেশাল’ নামে চলাচল শুরু করেছে। এই ট্রেনে আমের বদলে পরিবহন করা হচ্ছে গরু।
কোরবানির পশু নিয়ে বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি যাত্রা শুরু করছে। আগামীকাল রোববার এবং সোমবারেও ট্রেনটি চলবে।
স্বল্প খরচে ঢাকায় আম নিয়ে যেতে গত ২৭ মে চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আজ থেকে এই ট্রেনের নাম বদল করে নাম রাখা হয় ‘ক্যাটল স্পেশাল’। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনসহ ট্রেনটি রাজশাহী এসে আরও চারটি ওয়াগন যুক্ত হয়ে যায়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প ভাড়ায় ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য এই ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। তবে কোরবানির ঈদের একেবারেই শেষ মুহূর্তে এসে ট্রেনটি চালু করা হলো।
ব্যাপারীরা বলছেন, আরও আগে ট্রেনটি চালু করলে ভালো হতো। তবে ট্রেনের চেয়ে ট্রাকে গরু পরিবহনেই ভোগান্তি কম। কারণ, ট্রাকে হাট পর্যন্ত যাওয়া যায়। ট্রেনে গেলে প্রথমে গরু ট্রাকে করে স্টেশনে যেতে হবে। তারপর ঢাকায় নেমে আবার ট্রাকে তুলে হাটে যেতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেবে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ৭টা ২০ মিনিটে। চাঁপাইনবাবগঞ্জের চারটি ওয়াগনে ২০টি করে মোট ৮০টি গরু নেওয়া যাবে।
আজ শনিবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, প্রথম দিনের জন্য আগেই বুকিং দেওয়া হয়েছিল। এ দিন চাঁপাইনবাবগঞ্জের ২০টি, রাজশাহীর ২০টি ও বড়াল স্টেশন থেকে ২০ টিসহ মোট ১২০টি গরুর বুকিং ছিল। মোট তিন দিন চলবে এই ট্রেন।
স্টেশন ব্যবস্থাপক জানান, ট্রেনটির একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা। এতে ২০টি গরু নেওয়া যাবে। কারও ২০টি গরু না থাকলে কয়েকজন ব্যাপারী একসঙ্গে অথবা কয়েকজন খামারি একসঙ্গে হয়ে ওয়াগন নিতে পারবেন। এতে প্রত্যেক গরুর জন্য রাজশাহী থেকে ভাড়া পড়বে ৫৯১ টাকা ৫০ পয়সা।
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।
১৭ মিনিট আগেখাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) দুটি মিছিলের মুখোমুখি সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
২১ মিনিট আগেকক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে হোটেল সি পার্লের সামনে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ করেন।
২৬ মিনিট আগেক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্র-জনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা এ অনুষ্ঠান পালন করে।
৩০ মিনিট আগে