Ajker Patrika

নাটোরে আগুনে পুড়ে মা ও দুই শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১০: ৩১
নাটোরে আগুনে পুড়ে মা ও দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়িতে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় দুজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের খাকসা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক। 

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামের মো. ওয়ালিউল্লাহর স্ত্রী সোমা খাতুন (২৫), মেয়ে অমিয়া খাতুন (৮) ও ছেলে ওমর আলী (৩)। এ ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই সন্তানকে ঘুম পাড়িয়ে নামাজ পড়তে যান সোমা খাতুন। পাশের রুমে বন্ধু আনোয়ারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন তাঁর স্বামী ওয়ালিউল্লাহ। এ সময় রান্নাঘরে আগুন দেখে স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করতে গেলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ওয়ালিউল্লাহর স্ত্রী ও দুই শিশুসন্তান আগুন পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে ওয়ালিউল্লাহ ও আনোয়ার হোসেন আহত হন।

ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওয়ালিউল্লাহর টিনের ঘরের তিনটি কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক এ টি এম মোর্শেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক শামিম আহমেদ বলেন, লাশ দাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত