Ajker Patrika

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের রাকিবের পাশে আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের রাকিবের পাশে আইসিটি প্রতিমন্ত্রী

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রাকিবুল ইসলামের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাধ্যমে এই দরিদ্র শিক্ষার্থীর কথা জানতে পেরে রাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রাকিবের ভর্তিসহ পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

রাকিবুল ইসলাম এবার চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। দিনমজুর আনছার আলীর ছেলে রাকিব তাঁর পড়াশোনা এগিয়ে নেওয়া নিয়ে সংশয়ে ছিলেন।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, রাকিবের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও পড়াশোনার অনিশ্চয়তার খবরটি জানতে পারেন তিনি। পরে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী রাকিবের মোবাইল ফোন নম্বর নিয়ে তাঁকে ফোন দেন। এ সময় তিনি রাকিবের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানান।

প্রতিমন্ত্রী পলকের ফোন পেয়ে আবেগাপ্লুত রাকিব বলেন, ‘আমি ও আমার পরিবার দুশ্চিন্তায় ছিলাম ভর্তিসহ পড়াশোনার খরচ নিয়ে। এ সময় প্রতিমন্ত্রী পলক স্যার আমার খোঁজ নিলেন ও দায়িত্ব নিলেন। এমন একজন নেতা দেশের প্রতিটি অঞ্চলে থাকলে কোনো দরিদ্র অসহায় শিক্ষার্থীকে না পড়তে পারার কষ্ট পেতে হবে না।’

প্রতিমন্ত্রী পলকের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিতে রাকিবের বাবা আনছার আলী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত