Ajker Patrika

‘বীর নিবাস’ পাচ্ছে ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ৪১
‘বীর নিবাস’ পাচ্ছে ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘বীর নিবাস’ পাচ্ছে ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার তিনটি ইউনিয়নে এরই মধ্যে এসব ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে সরকার পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার অসচ্ছল ১০ বীর মুক্তিযোদ্ধাকে সরকারি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার মণ্ডতোষ ইউনিয়নে পাঁচটি, অষ্টমনীষা ইউনিয়নে তিনটি ও পাড় ভাঙ্গুড়া ইউনিয়নে দুটিসহ মোট ১০টি ঘর নির্মাণের কাজ চলছে। 

উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলার তিনটি ইউনিয়নে ১০টি বীর নিবাস নির্মাণের কাজ চলছে। প্রতিটি ঘরের আয়তন ৭৩২ বর্গফুট। প্রতিটি একতলা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকার দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তাঁদের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। এ উপজেলার ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য পাকা ঘর নির্মাণের কাজ চলছে। কাজের গুণমান ঠিক রাখতে তদারক করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত