মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় উপজেলায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে। আহত শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি এলাকায় এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন—মিরাজ উদ্দিনের ছেলে আবুল কাসেম শাহিন (৩০) ও শাহিনের স্ত্রী লিপি পারভীন (২৫)। তাঁরা ভালাইন ইউনিয়নের বানডুবি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে বানডুবি বাজারে মদনচক গ্রামের মিরাজ উদ্দিন মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত আলমগীর হোসেন নামের এক যুবক গালিগালাজের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফা আলমগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাজারের লোকজন এক জোট হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে পিটুনি দেন। এতে চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র প্রামাণিক আহত হন।
পরে চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে গ্রাম–পুলিশ, ইউপি সদস্য ও তাঁর লোকজনকে ডেকে নেন। এ সময় কর্মস্থলে যাওয়ার পথে বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম শাহিন ও তাঁর স্ত্রী লিপি পারভীনের পথ আটকে মারধর করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘ব্যক্তিগত কাজে বানডুবি বাজারে গেলে মিরাজ উদ্দিন ও তাঁদের লোকজন আমাকে মারধর করেন। পরে আমিও পাল্টা জবাব দিয়েছি।’
এ ঘটনায় মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ ঘটনায় উভয় পক্ষকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
নওগাঁর মান্দায় উপজেলায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে। আহত শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি এলাকায় এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক দম্পতি হলেন—মিরাজ উদ্দিনের ছেলে আবুল কাসেম শাহিন (৩০) ও শাহিনের স্ত্রী লিপি পারভীন (২৫)। তাঁরা ভালাইন ইউনিয়নের বানডুবি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে বানডুবি বাজারে মদনচক গ্রামের মিরাজ উদ্দিন মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত আলমগীর হোসেন নামের এক যুবক গালিগালাজের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফা আলমগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাজারের লোকজন এক জোট হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে পিটুনি দেন। এতে চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র প্রামাণিক আহত হন।
পরে চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে গ্রাম–পুলিশ, ইউপি সদস্য ও তাঁর লোকজনকে ডেকে নেন। এ সময় কর্মস্থলে যাওয়ার পথে বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম শাহিন ও তাঁর স্ত্রী লিপি পারভীনের পথ আটকে মারধর করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘ব্যক্তিগত কাজে বানডুবি বাজারে গেলে মিরাজ উদ্দিন ও তাঁদের লোকজন আমাকে মারধর করেন। পরে আমিও পাল্টা জবাব দিয়েছি।’
এ ঘটনায় মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ‘চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছেন। এ ঘটনায় উভয় পক্ষকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যায় জেগে ওঠা চর দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদী তার সৌন্দর্য ফিরে পেয়েছে।
১৫ মিনিট আগেতার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে ঘিরে বেতাগী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে নতুন নতুন নেতাকর্মীর আবির্ভাব হয়েছে। এসব তথাকথিত নেতার কারণে দলের ভাবমূর্তি
৩৪ মিনিট আগে‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছে। ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখে রাজধানী
৪৪ মিনিট আগেবাবা রবীন্দ্রনাথ সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। জানা গেছে, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে কয়েক সপ্তাহ নখ না কাটায় শিক্ষক তাকে নখ কাটার নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত অরুন নখ আর না কেটে বড় করতে থাকেন। একপর্যায়ে সেই নখের প্রতি মায়া জন্মে যায় তার, আর শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা।
১ ঘণ্টা আগে