Ajker Patrika

৭২ দিন পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত ছাত্রের লাশ

বগুড়া প্রতিনিধি
৭২ দিন পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত ছাত্রের লাশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ৭২ দিন পর শিক্ষার্থী সাব্বির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে আদালতের নির্দেশে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা মধ্যপাড়া গ্রামের কবরস্থান থেকে তাঁর লাশ তোলা হয়। 

নিহত সাব্বির হোসেন (১৪) তেলিহাটা মধ্যপাড়া এলাকায় শাহিন আলমের ছেলে। সে সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 
 
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয়দের সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেয় সাব্বির। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সোনাতলা উপজেলার শিহিপুর এলাকায় পৌঁছালে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সাব্বিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার। 

 ১৫ আগস্ট সাব্বিরের বাবা শাহিন আমল বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ ২০ জনকে আসামি করা হয়। 

লাশ তোলার সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা ও সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী। ময়নাতদন্ত শেষে তাঁদের তত্ত্বাবধানেই লাশ ফের দাফন করা হবে। 

সোনাতলা ওসি মিলাদুন্নবী বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছিল পরিবার। তদন্তের স্বার্থে ২৮ আগস্ট লাশটি ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত