রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ‘ক্ষমতাসীনদের নোংরামি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। বর্তমানে আবার সেটি বাতিল করে নাম রাখা হয়েছে সাইবার নিরাপত্তা আইন। এ যেন নতুন বোতলে পুরাতন মদ। আমরা এই সমস্ত বিবর্তনমূলক আইনের সম্পূর্ণ বিনাশ চাই। সেই সঙ্গে দীর্ঘ এক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার ওপর যে নির্যাতন চলছে তার অবসান চাই।’
আজ বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে সাইবার নিরাপত্তা আইন বাতিল ও অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেছেন, ‘এ সরকার চাচ্ছে আমরা সবাই যেন একটা আতঙ্কে থাকি। আমরা বলছি বটে যে সরকার দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টি মোটেও তা নয়। বরং তারা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। আর এই ক্ষমতা হচ্ছে কালো ক্ষমতা। এটি জনগণের ক্ষমতা নয়। এই ক্ষমতা তাদের পেশিশক্তি। সেই শক্তি দিয়েই তারা আজ দেশ শাসন করতে চাইছে।’
বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, ‘তবে আমরা এই শক্তির মুখোমুখি হতে পারি। আমরা এই শক্তিকে প্রতিবাদ জানাতে পারি। আমরা যদি আরও সংখ্যায় বেশি হই এবং এভাবে যদি প্রতিনিয়তই প্রতিবাদের মধ্য দিয়ে যাই তাহলে এই রাষ্ট্র, এই সরকার একসময় থেমে যেতে বাধ্য হবে। সেই সঙ্গে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার দিতে বাধ্য হবে।’
আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘এই আইনের শিকার হয়ে দুই বছর আগে মুসতাক নামে এক লেখককে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। খাদিজা মেয়েটি এক বছর ধরে জেলে থেকে তার অবস্থা সংকটাপন্ন। তবুও এদেশের বিচার বিভাগ, তদন্ত কমিটি নামক বাহিনীর টনক নড়েনি। সারা দেশে এই কালো আইন দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা অবিলম্বে এই নিকৃষ্ট সাইবার নিরাপত্তা আইন বাতিল চাই। খাদিজাকে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করে দিতে হবে।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘এই সরকার কোনো সমালোচনা সহ্য করতে পারে না। তারা অত্যন্ত ভীরু ও দুর্বল। যারা সমালোচনা করছে তাদের রুখতে রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছেন। রাষ্ট্র টিকে থাকবে কিন্তু ক্ষমতা টিকে থাকবে না। আজকে সরকার ধরাকে সরা জ্ঞান করছে। কয়েকদিন আগে বুয়েটের শিক্ষার্থীরা বেড়াতে গেছে। তাদের ধরে জেলখানায় নেওয়া হয়। এটা হতে পারে না। আপনি যে অত্যন্ত দুর্বল সেটি আপনি নিজেই প্রমাণ করছেন। একজন খাদিজা রাষ্ট্রের জন্য এতো বড় হুমকি হতে পারে না। আমরা অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানাই।’
মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
আরও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ‘ক্ষমতাসীনদের নোংরামি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। বর্তমানে আবার সেটি বাতিল করে নাম রাখা হয়েছে সাইবার নিরাপত্তা আইন। এ যেন নতুন বোতলে পুরাতন মদ। আমরা এই সমস্ত বিবর্তনমূলক আইনের সম্পূর্ণ বিনাশ চাই। সেই সঙ্গে দীর্ঘ এক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার ওপর যে নির্যাতন চলছে তার অবসান চাই।’
আজ বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে সাইবার নিরাপত্তা আইন বাতিল ও অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেছেন, ‘এ সরকার চাচ্ছে আমরা সবাই যেন একটা আতঙ্কে থাকি। আমরা বলছি বটে যে সরকার দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টি মোটেও তা নয়। বরং তারা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। আর এই ক্ষমতা হচ্ছে কালো ক্ষমতা। এটি জনগণের ক্ষমতা নয়। এই ক্ষমতা তাদের পেশিশক্তি। সেই শক্তি দিয়েই তারা আজ দেশ শাসন করতে চাইছে।’
বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, ‘তবে আমরা এই শক্তির মুখোমুখি হতে পারি। আমরা এই শক্তিকে প্রতিবাদ জানাতে পারি। আমরা যদি আরও সংখ্যায় বেশি হই এবং এভাবে যদি প্রতিনিয়তই প্রতিবাদের মধ্য দিয়ে যাই তাহলে এই রাষ্ট্র, এই সরকার একসময় থেমে যেতে বাধ্য হবে। সেই সঙ্গে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার দিতে বাধ্য হবে।’
আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘এই আইনের শিকার হয়ে দুই বছর আগে মুসতাক নামে এক লেখককে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। খাদিজা মেয়েটি এক বছর ধরে জেলে থেকে তার অবস্থা সংকটাপন্ন। তবুও এদেশের বিচার বিভাগ, তদন্ত কমিটি নামক বাহিনীর টনক নড়েনি। সারা দেশে এই কালো আইন দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা অবিলম্বে এই নিকৃষ্ট সাইবার নিরাপত্তা আইন বাতিল চাই। খাদিজাকে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করে দিতে হবে।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘এই সরকার কোনো সমালোচনা সহ্য করতে পারে না। তারা অত্যন্ত ভীরু ও দুর্বল। যারা সমালোচনা করছে তাদের রুখতে রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছেন। রাষ্ট্র টিকে থাকবে কিন্তু ক্ষমতা টিকে থাকবে না। আজকে সরকার ধরাকে সরা জ্ঞান করছে। কয়েকদিন আগে বুয়েটের শিক্ষার্থীরা বেড়াতে গেছে। তাদের ধরে জেলখানায় নেওয়া হয়। এটা হতে পারে না। আপনি যে অত্যন্ত দুর্বল সেটি আপনি নিজেই প্রমাণ করছেন। একজন খাদিজা রাষ্ট্রের জন্য এতো বড় হুমকি হতে পারে না। আমরা অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানাই।’
মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
আরও পড়ুন:
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে