রাবি প্রতিনিধি
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ কয়েকটি দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য ও কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের চত্বরে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান।
প্রত্যয় স্কিম নিয়ে তিন মাস ধরে ছোট ছোট কর্মসূচি পালনের মাধ্যমে এ ব্যাপারে শিক্ষকেরা তাঁদের অবস্থান সম্পর্কে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে জানানোর চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে গত রোববার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় ৷ পরদিন সোমবার থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। তাঁদের তিনটি দাবি হলো প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।
রাবি শিক্ষকেরা আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকেরাও দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই আন্দোলন অযৌক্তিক। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। একই দিন জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মসূচিটির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। তা ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষও কর্মসূচিটির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা এ নিয়ে বক্তব্য দেন।
রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘গতকাল অর্থমন্ত্রীর বক্তব্য ও কর্তৃপক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। তবে আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আমাদের আন্দোলন এক দিনের জন্য বন্ধ থাকবে।’
ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতির ব্যাপারে অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘দেশে করোনা মহামারির সময়েও ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ ছিল। ক্যাম্পাস খোলার পর শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছিলেন। এভাবেই আমাদের চলমান আন্দোলন শেষ হওয়ার পর আবারও শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন।’
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীরা যাঁরা এই স্কিম তৈরি করলেন, তাঁরা নিজেরাই কেন সেই স্কিমের বাইরে থাকলেন। বিদ্যমান পেনশন স্কিমের অধীনে যাঁরা একই সুবিধাদি পেতেন, নতুন স্কিমে তাঁদের একই স্কিমের অন্তর্ভুক্ত করা হলে সেটি নিয়ে বৈষম্যের কথা উঠত না। এই স্কিম বৈষম্যমূলক ও দুরভিসন্ধিমূলক।’
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. ফজলুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকার, আইন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ।
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ কয়েকটি দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য ও কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের চত্বরে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান।
প্রত্যয় স্কিম নিয়ে তিন মাস ধরে ছোট ছোট কর্মসূচি পালনের মাধ্যমে এ ব্যাপারে শিক্ষকেরা তাঁদের অবস্থান সম্পর্কে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে জানানোর চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে গত রোববার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় ৷ পরদিন সোমবার থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। তাঁদের তিনটি দাবি হলো প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।
রাবি শিক্ষকেরা আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকেরাও দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই আন্দোলন অযৌক্তিক। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। একই দিন জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মসূচিটির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। তা ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষও কর্মসূচিটির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা এ নিয়ে বক্তব্য দেন।
রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘গতকাল অর্থমন্ত্রীর বক্তব্য ও কর্তৃপক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। তবে আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আমাদের আন্দোলন এক দিনের জন্য বন্ধ থাকবে।’
ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতির ব্যাপারে অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘দেশে করোনা মহামারির সময়েও ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ ছিল। ক্যাম্পাস খোলার পর শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছিলেন। এভাবেই আমাদের চলমান আন্দোলন শেষ হওয়ার পর আবারও শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন।’
কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীরা যাঁরা এই স্কিম তৈরি করলেন, তাঁরা নিজেরাই কেন সেই স্কিমের বাইরে থাকলেন। বিদ্যমান পেনশন স্কিমের অধীনে যাঁরা একই সুবিধাদি পেতেন, নতুন স্কিমে তাঁদের একই স্কিমের অন্তর্ভুক্ত করা হলে সেটি নিয়ে বৈষম্যের কথা উঠত না। এই স্কিম বৈষম্যমূলক ও দুরভিসন্ধিমূলক।’
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. ফজলুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকার, আইন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে