Ajker Patrika

এমডিকে অপসারণের আন্দোলন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ১৪ মে ২০২৫, ১৯: ৩৩
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও সাময়িক বরখাস্তের আদেশ। ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও সাময়িক বরখাস্তের আদেশ। ছবি: সংগৃহীত

ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণের আন্দোলনের জের ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আট কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এই প্রকল্পে তাঁদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

চাকরি থেকে সাময়িক বরখাস্ত ব্যক্তিরা রূপপুর প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক (পিডি) ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. জাহেদুল হাছান স্বাক্ষরিত এই আদেশ গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ই-মেইলে পাঠানো হয়। আজ বুধবার তা কার্যকরের কথা বলা হয়েছে।

একই সঙ্গে ওই আট কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের কাছে আগামী ১০ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

অফিস আদেশে এসব কর্মকর্তা-কর্মচারীর সাম্প্রতিক কর্মকাণ্ডে শৃঙ্খলাবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এর আগে ৮ মে এনপিসিবিএলের দাপ্তরিক আদেশ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাময়িক বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন এনপিসিবিএলের সহকারী ব্যবস্থাপক ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব ও শামীম আহমেদ, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক মো. মনির, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, ঊর্ধ্বতন উপসহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হোসেনুজ্জামান খাঁন, সহকারী ব্যবস্থাপক মো. গোলাম আজম, টেকনিশিয়ান রিয়াজউদ্দিন ও মো. ইসমাইল হোসেন।

আজ বিকেলে রূপপুর প্রকল্পের সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, রূপপুরের আট কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলাভঙ্গ ও চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। তাঁদের গ্রিনসিটি কার্যালয়ে সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিসেস বিভাগে সংযুক্ত করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের ই-মেইলে পাঠানো অফিস আদেশে বলা হয়, ‘আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প সাইটে ও এনপিসিবিএলে শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বা কর্তব্যে অবহেলা করেছেন বা অসদাচরণ করেছেন বলে প্রতীয়মান হয়েছে। এ জন্য আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ ও ব্যক্তিগত শুনানির সুযোগ চান কি না, তা ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি সার্ভিস রেগুলেশন ২০২৫ প্রবিধান ৪৪.১ অনুযায়ী আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।’

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে ঈশ্বরদীর রূপপুরে কোম্পানির প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ২৮ এপ্রিল আন্দোলন শুরু করেন। ৬ মে তাঁরা ঈশ্বরদী শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। পরদিন ৭ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোম্পানির অফিসে তাঁরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। এতে এনপিসিবিএল কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি ও কোম্পানির আইন মেনে চলার চিঠি দেয়। না মানায় পরদিন ৮ মে কোম্পানির ১৮ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এভাবে একই ঘটনার দায়ে আজ থেকে আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে ‘দাবি আদায়ের নামে রূপপুর প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে’ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঈশ্বরদী শহরের স্টেশন সড়কে মানববন্ধন ও গণসমাবেশের ঘোষণা করেছে ঈশ্বরদী নাগরিক সমাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত