Ajker Patrika

নওগাঁ-১: মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন খালেকুজ্জামান তোতা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৯: ২৫
নওগাঁ-১: মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন খালেকুজ্জামান তোতা

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চন্দননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। তিনি চন্দননগর ইউনিয়নের চন্দননগর এলাকার স্থায়ী বাসিন্দা। 

গতকাল রোববার (২৬ নভেম্বর) নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সংসদীয় আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আসনটিতে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ নেতা। 

খালেকুজ্জামান তোতা বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে লড়াই করতে চাই। আমি এমপি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণকে একসঙ্গে নিয়ে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই।’

এর আগে নওগাঁ-১ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত