আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে বিশাল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।
জখম হওয়া বিশাল হোসেন সান্তাহার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের এচাহক সরদারের ছেলে। এই ঘটনায় গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একই কলেজের ছাত্র ফায়সাল, মারুফসহ ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের আজাহার আলীর ছেলে স্বাধীন। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আসেন। পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার সময় একই কলেজের ছাত্র ও সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়াহাট এলাকার ফায়সালের সঙ্গে একটি বিষয়ে বাগ্বিতণ্ডা করেন তাঁরা। এ সময় স্বাধীন তাঁর বন্ধু বিশাল হোসেনকে মোবাইল ফোনে কল করে কলেজে আসতে বলেন। এরপর শিক্ষকেরা এ বিষয়ে তাঁদেরকে মীমাংসাও করে দেন।
মীমাংসা শেষে ওই কলেজের সামনে স্বাধীন এলে আবারও ফায়সাল ও পোঁওতা এলাকার মারুফসহ অজ্ঞাত ২৫-৩০ জন দলবদ্ধ হয়ে এলোপাতাড়িভাবে তাঁকে মারধর করেন। এ সময় স্বাধীনকে বাঁচাতে তাঁর বন্ধু বিশাল এগিয়ে এলে তাঁকেও মারধর করের তাঁরা। একপর্যায়ে বিশালকে ছুরি দিয়ে কোমরের বামপাশে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
এ ঘটনায় আদমদীঘি থানায় স্বাধীন বাদী হয়ে ফায়সাল, মারুফসহ ৭ জনের নামে ও অজ্ঞাত ২৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার আদমদীঘিতে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে বিশাল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।
জখম হওয়া বিশাল হোসেন সান্তাহার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের এচাহক সরদারের ছেলে। এই ঘটনায় গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একই কলেজের ছাত্র ফায়সাল, মারুফসহ ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের আজাহার আলীর ছেলে স্বাধীন। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আসেন। পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার সময় একই কলেজের ছাত্র ও সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়াহাট এলাকার ফায়সালের সঙ্গে একটি বিষয়ে বাগ্বিতণ্ডা করেন তাঁরা। এ সময় স্বাধীন তাঁর বন্ধু বিশাল হোসেনকে মোবাইল ফোনে কল করে কলেজে আসতে বলেন। এরপর শিক্ষকেরা এ বিষয়ে তাঁদেরকে মীমাংসাও করে দেন।
মীমাংসা শেষে ওই কলেজের সামনে স্বাধীন এলে আবারও ফায়সাল ও পোঁওতা এলাকার মারুফসহ অজ্ঞাত ২৫-৩০ জন দলবদ্ধ হয়ে এলোপাতাড়িভাবে তাঁকে মারধর করেন। এ সময় স্বাধীনকে বাঁচাতে তাঁর বন্ধু বিশাল এগিয়ে এলে তাঁকেও মারধর করের তাঁরা। একপর্যায়ে বিশালকে ছুরি দিয়ে কোমরের বামপাশে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
এ ঘটনায় আদমদীঘি থানায় স্বাধীন বাদী হয়ে ফায়সাল, মারুফসহ ৭ জনের নামে ও অজ্ঞাত ২৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে