Ajker Patrika

তাড়াশে বাস ও দুই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫: ৩৮
তাড়াশে বাস ও দুই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী দুই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

লুৎফর রহমান জানান, আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস খালকুলা নামক স্থানে পৌঁছালে দুই দিক থেকে আসা পণ্যবাহী দুই ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত