Ajker Patrika

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। যমুনার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদী ও খাল-বিলেও পানি বাড়ছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল নিমজ্জিত হচ্ছে। আজ শুক্রবার দুপুর ৩টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৬ মিটার। 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭৬ সেন্টিমিটার। ২৪ ঘণ্টা (গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) ২১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে পানি কমতে থাকার পর গত বুধবার থেকে আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। আরও ৩ থেকে ৪ দিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যার কোনো সম্ভাবনা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত