Ajker Patrika

‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা’

রাবি প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪: ০৭
‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা’

পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে আওয়ামী লীগের অনুসারীদের ভিড় রাজশাহীতে। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশেই বঙ্গবন্ধু, নৌকা, প্রধানমন্ত্রী ও জয় বাংলা লেখা সংবলিত ব্যাজ বিক্রি করছেন কয়েকজন। তাঁরা হাঁক দিয়ে ডাকছেন, ‘বঙ্গবন্ধু ২০ টাকা, নৌকা ২০ টাকা, জয় বাংলা ২০ টাকা।’

লোগো বিক্রেতারা বলেন, রাজশাহী শহরে তাঁরা ৩০ জনের মতো এসব ব্যাজ বিক্রি করছেন। তাঁরা ঢাকা থেকে এসেছেন। সারা দেশে অনুষ্ঠিত বিভিন্ন জনসভা ও সমাবেশে তাঁরা এসব বিক্রি করে থাকেন।

মোহাম্মদ বেলাল হোসেন নামের এক ব্যাজ বিক্রেতা বলেন, ‘আমরা বিভিন্ন আকারের ব্যাজ বিক্রি করছি। ছোট আকারের ব্যাজ ২০ টাকা করে নিচ্ছি আর বড়গুলো ৩০ টাকা। আমি প্রায় ১০ বছর ধরে এই কাজ করছি। এ থেকে যা আয় হয় তাই দিয়ে আমার সংসার চলে।’

ব্যাজ কিনতে দোকানগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। তবে ক্রেতাদের মধ্যে ব্যাজের দাম নিয়ে অসন্তোষ রয়েছে। দামের বিষয়ে বিক্রেতা বেলাল হোসেন বলেন, ‘আমাদের ব্যাজগুলো প্লাস্টিকের নয়, এগুলো দস্তার তৈরি। তাই দাম একটু বেশি। প্লাস্টিকের হলে ১০ টাকায় বিক্রি করলেও আমাদের লাভ হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত