Ajker Patrika

ওএমএস চালুর দাবিতে তাড়াশে বিক্ষোভ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের বারান্দায় সুবিধাভোগীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের বারান্দায় সুবিধাভোগীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য অধিদপ্তরের আওতায় দুস্থদের মধ্যে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল বিতরণের দাবিতে বিক্ষোভ করেছেন শতাধিক সুবিধাভোগী নারী ও পুরুষ।

আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের বারান্দায় এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, ‘সরকার ওএমএসের আওতায় তাড়াশ পৌর সদরের তিনটি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল বিতরণ করায় আমরা গরিব মানুষ কম দামে চাল নিয়ে খাইতাম। কিন্ত গতকাল মঙ্গলবার থেকে চাল বিতরণ বন্ধ করা হয়েছে। এ কারণে চাল বিতরণ কার্যক্রম চালুর দাবিতে আমরা বিক্ষোভ করছি।’

তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইকবাল হোসেন বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিতরণ বন্ধ করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত। কিন্ত সকাল থেকে আমার অফিসে সুবিধাভোগীরা এসে বিক্ষোভ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুনুর রশিদ জানান, খোলাবাজারে চাল বিক্রি আবার চালু করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এখন কৃষকের ঘরে ঘরে ধান ও চাল রয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ রাখার। এখন চালু করা, না-করার সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত