নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে খাল-বিল, নদীসহ জলাশয়ে কমতে শুরু করেছে পানি। স্বল্প পানিতে শিশু, কিশোর, বৃদ্ধসহ নানা বয়সীরা মেতেছে মাছ ধরার উৎসবে। ঝাঁকি জাল, ঠেলা জাল, পোলোসহ বিভিন্ন উপকরণে ধরছে মাছ। অনেকেই আবার খালি হাতে নেমে পড়ছেন মাছ ধরতে। দুপুর পর্যন্ত চলে মাছ ধরা। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাট-বাজারে বিক্রি করেন অনেকে।
শীত মৌসুমের শেষ দিকে সাধারণত গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, বাইন, কাতলা মাছেই বেশি ধরা পড়ে। মিলছে সিলভার কার্প, গ্রাস কার্পসহ পুকুরে চাষ করা বিভিন্ন মাছও। বর্ষাকালে বিভিন্ন জলমহালের মাছ ভেসে গিয়ে ডোবা-পুকুর, খাল-বিল এবং নিচু জমিতে আশ্রয় নেয়। এখন ধরা পড়ছে এসব মাছ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমরইল-বেলডাঙ্গা খালে চাম্পাইডাঙ্গা, আশেকপুর, কুমরইল, বেলডাঙ্গা ও আশনদী গ্রামের ২১ জন শৌখিন শিকারিরা মিলে সকাল থেকে মাছ ধরতে ব্যস্ত সময় পার করেন। পোলো দিয়ে লাইন ধরে সকলে মিলে মাছ ধরার এমন দৃশ্য নজর কাড়ে।
শৌখিন মাছ শিকারি হামিদ খান বলেন, ‘খালের পানি কমে আসায় ৫ গ্রামের ২১ জন মিলে একসঙ্গে মাছ ধরছি। এখন পর্যন্ত ১০টি বোয়াল মাছ পেয়েছি। এর মধ্যে একটির ওজন দুই কেজি। সবকটি মিলে ১৫ কেজির মতো হবে। মাছগুলো কেটে ভাগ করা হয়েছে রান্নার জন্য।’
যতীন দাস বলেন, ‘শুধু আমাদের এখানেই নয় অন্য সব খাল-বিলেই এ সময় মাছ ধরা উৎসব চলে। অবসর সময় দেখে সকলে এক সঙ্গে মিলিত হয়ে মাছ ধরতে এসেছি। আসলে মিলিত হয়ে মাছ ধরার মজাই অন্যরকম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘আমাদের চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য হলো দল বেধে মাছ ধরা উৎসব। দল বেধে মাছ ধরাটা গ্রাম বাংলার সহজাত সম্প্রতিকে ধারণ করে। এ উৎসব অটুট থাকুক যুগ যুগ ধরে।’
নওগাঁর নিয়ামতপুরে খাল-বিল, নদীসহ জলাশয়ে কমতে শুরু করেছে পানি। স্বল্প পানিতে শিশু, কিশোর, বৃদ্ধসহ নানা বয়সীরা মেতেছে মাছ ধরার উৎসবে। ঝাঁকি জাল, ঠেলা জাল, পোলোসহ বিভিন্ন উপকরণে ধরছে মাছ। অনেকেই আবার খালি হাতে নেমে পড়ছেন মাছ ধরতে। দুপুর পর্যন্ত চলে মাছ ধরা। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাট-বাজারে বিক্রি করেন অনেকে।
শীত মৌসুমের শেষ দিকে সাধারণত গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, বাইন, কাতলা মাছেই বেশি ধরা পড়ে। মিলছে সিলভার কার্প, গ্রাস কার্পসহ পুকুরে চাষ করা বিভিন্ন মাছও। বর্ষাকালে বিভিন্ন জলমহালের মাছ ভেসে গিয়ে ডোবা-পুকুর, খাল-বিল এবং নিচু জমিতে আশ্রয় নেয়। এখন ধরা পড়ছে এসব মাছ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমরইল-বেলডাঙ্গা খালে চাম্পাইডাঙ্গা, আশেকপুর, কুমরইল, বেলডাঙ্গা ও আশনদী গ্রামের ২১ জন শৌখিন শিকারিরা মিলে সকাল থেকে মাছ ধরতে ব্যস্ত সময় পার করেন। পোলো দিয়ে লাইন ধরে সকলে মিলে মাছ ধরার এমন দৃশ্য নজর কাড়ে।
শৌখিন মাছ শিকারি হামিদ খান বলেন, ‘খালের পানি কমে আসায় ৫ গ্রামের ২১ জন মিলে একসঙ্গে মাছ ধরছি। এখন পর্যন্ত ১০টি বোয়াল মাছ পেয়েছি। এর মধ্যে একটির ওজন দুই কেজি। সবকটি মিলে ১৫ কেজির মতো হবে। মাছগুলো কেটে ভাগ করা হয়েছে রান্নার জন্য।’
যতীন দাস বলেন, ‘শুধু আমাদের এখানেই নয় অন্য সব খাল-বিলেই এ সময় মাছ ধরা উৎসব চলে। অবসর সময় দেখে সকলে এক সঙ্গে মিলিত হয়ে মাছ ধরতে এসেছি। আসলে মিলিত হয়ে মাছ ধরার মজাই অন্যরকম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘আমাদের চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য হলো দল বেধে মাছ ধরা উৎসব। দল বেধে মাছ ধরাটা গ্রাম বাংলার সহজাত সম্প্রতিকে ধারণ করে। এ উৎসব অটুট থাকুক যুগ যুগ ধরে।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১১ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
২৭ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে