Ajker Patrika

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৮: ১০
সালাউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত
সালাউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

পোষ্য কোটা নিয়ে কথা বলার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের শাস্তি চায় কর্মকর্তা-কর্মচারীদের চারটি সংগঠন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কাছে সংগঠনগুলোর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সালাহউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করে। এরপর সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। তা না হলে অনশন কর্মসূচিতে বসার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া ফেসবুকে লাইভে এসে সালাহউদ্দিন আম্মার এ ব্যাপারে কথা বলেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটাব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য গত শুক্রবার সন্ধ্যায় একটি কমিটি গঠন করা হয়। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে সভাপতি করে ২০ সদস্যের এই কমিটি গঠন করেন উপাচার্য।

পরদিনই সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ভিসিকে দেওয়া হয়। চিঠির অনুলিপি উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (একাডেমিক), প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকেও দেওয়া হয়।

চিঠিতে বলা হয়,গতকাল সকালে অফিসার সমিতির উদ্যোগে রাবি সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়নের সমন্বয়ে একটি জরুরি সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গত শুক্রবার ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সালাহউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের সন্তানদের নিয়ে অশালীন, অশ্লীল ও কুৎসিত ভাষা প্রয়োগ করেন, যা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের সন্তানদের জন্য অত্যন্ত লজ্জার, মানহানিকর ও অসম্মানের। বিধায় শিষ্টাচারবহির্ভূত এই বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন তীব্র নিন্দা জ্ঞাপন করছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘ওই সভায় সকল সমিতির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতিকে বক্তব্য দানকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। চিঠি দেওয়ার পর দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ না করলে অফিসার সমিতি, অন্যান্য সমিতি ও ইউনিয়নের যৌথ সভায় পরবর্তী সময়ে কর্মসূচি গ্রহণ করা হবে।’

জানতে চাইলে রাবি অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘সালাউদ্দিন আম্মার ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের হিজড়া বলেছেন, যা একটি শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড। তিনি আমাদের আত্মসম্মানে আঘাত দিয়েছেন। এর প্রতিবাদস্বরূপ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছি। তিনি যদি এর সমাধান দিতে ব্যর্থ হন, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

এ বিষয়ে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘পোষ্য কোটা নিয়ে আমি ফেসবুকে একটা লাইভ করি। যেখানে বলি, পোষ্য কোটা নামে কোনো কোটা রাখা যাবে না। যদি রাখতেই হয়, তাহলে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার নামে এই কোটা রাখা হোক। আমি এটা বলেছি কারণ, আমার মেধার বিপরীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অযোগ্য সন্তানকে আমার পাশে পড়তে দেবেন, সেটা হবে না।’

সালাউদ্দিন আম্মার আরও বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে আমার কোনো কথা নেই। বৈষম্য দূর করতে তাঁদের পক্ষে আছি। তাঁদের বেতন-ভাতা বাড়াতে বলুক, আমরা তাঁদের সঙ্গে আছি। কিন্তু মেধার বিপরীতে কোটা আপসযোগ্য নয়। কারণ, তাঁর ওই অযোগ্য সন্তানের কারণে একজন মেধাবী ভর্তির সুযোগ পায় না। তাঁদেরই আবার দাম্ভিকতা বেশি। এটা তো চলতে পারে না।’ আম্মার বলেন, ‘কোটার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন রিভিউ কমিটি করেছে। কমিটি কাজ করছে। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তারপর এ বিষয়ে আমরাও সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসার সমিতির চিঠিটা পেয়েছি। এটা আমি রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি মার্ক করার জন্য। দেখি উনি কী পরামর্শ দেন। তারপর আমরা সে অনুযায়ী চিঠির ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত