Ajker Patrika

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১১: ৪৪
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোরের বড়াইগ্রামে গতকাল শনিবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে রাতে আবারও মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যাংক কর্মকর্তার নাম শামিম আহম্মেদ (৩৫)। তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার শহিদুল ইসলামের ছেলে ও ব্রাক ব্যাংকের পাবনা শাখার কর্মকর্তা ছিলেন।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানা পরিদর্শক মশিউর রহমান জানান, মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে রাত সাড়ে আটটায় কর্মস্থল পাবনা যাওয়ার পথে কালিকাপুর কৃষি কারিগরি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে গেলে অজ্ঞাত এক পরিবহন তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অজ্ঞাত পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত