নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গতকাল রোববার রাসিকের বর্তমান মেয়রের পদ থেকে তিনি পদত্যাগ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করার পর আজ তিনি মনোনয়নপত্র দাখিল করলেন। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি চতুর্থবারের মতো এবার নির্বাচনে অংশ নিচ্ছি। এ জন্য মনোনয়নপত্র দাখিল করলাম। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা এখনো কিছু অপূর্ণ আছে। আমি সুযোগ পেলে আগামীতে তা পূর্ণ করতে চাই।’
লিটন আরও বলেন, ‘রাজশাহীতে শিল্প-কারখানা নেই। বাণিজ্যের অবস্থাও খারাপ। কীভাবে এটিকে এগিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে আমি সক্রিয় থাকব। আমার নির্বাচনী ইশতেহারে ১ নম্বরে থাকবে কর্মসংস্থান। প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আবদুল খালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকারসহ দলীয় নেতা-কর্মীরা।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সন্তান এ এইচ এম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার রাসিকের মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। ২০১৮ সালে দলীয় মনোনয়নে নির্বাচন করে তিনি আবারও মেয়র নির্বাচিত হন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এবারও তাঁর ওপরেই আস্থা রেখেছে।
এ ছাড়া রাসিক নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মুরশিদ আলম ফারুকীকে মনোনয়ন দিয়েছে। তাঁর পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আগে থেকে আলোচনায় না থাকলেও গতকাল জাকের পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন লতিফ আনোয়ার।
রাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। ২ জুন বরাদ্দ করা হবে প্রতীক। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা। ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গতকাল রোববার রাসিকের বর্তমান মেয়রের পদ থেকে তিনি পদত্যাগ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করার পর আজ তিনি মনোনয়নপত্র দাখিল করলেন। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি চতুর্থবারের মতো এবার নির্বাচনে অংশ নিচ্ছি। এ জন্য মনোনয়নপত্র দাখিল করলাম। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা এখনো কিছু অপূর্ণ আছে। আমি সুযোগ পেলে আগামীতে তা পূর্ণ করতে চাই।’
লিটন আরও বলেন, ‘রাজশাহীতে শিল্প-কারখানা নেই। বাণিজ্যের অবস্থাও খারাপ। কীভাবে এটিকে এগিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে আমি সক্রিয় থাকব। আমার নির্বাচনী ইশতেহারে ১ নম্বরে থাকবে কর্মসংস্থান। প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আবদুল খালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকারসহ দলীয় নেতা-কর্মীরা।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সন্তান এ এইচ এম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার রাসিকের মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। ২০১৮ সালে দলীয় মনোনয়নে নির্বাচন করে তিনি আবারও মেয়র নির্বাচিত হন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এবারও তাঁর ওপরেই আস্থা রেখেছে।
এ ছাড়া রাসিক নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মুরশিদ আলম ফারুকীকে মনোনয়ন দিয়েছে। তাঁর পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আগে থেকে আলোচনায় না থাকলেও গতকাল জাকের পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন লতিফ আনোয়ার।
রাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। ২ জুন বরাদ্দ করা হবে প্রতীক। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা। ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২১ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৩ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৮ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে