Ajker Patrika

নওগাঁয় সাত দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সাত দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

নওগাঁয় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সাত দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত দিন আগেও নওগাঁর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। যা খুচরা বাজারে ছিল ৪২-৪৫ টাকা। গত বুধবার-বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই নওগাঁর বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সাত দিন পর আজ বুধবার জেলার বিভিন্ন বাজারে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।

সরেজমিনে গোস্তহাটির মোড় পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের আমদানি কম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকায়। অন্যদিকে জেলার সাপাহার, পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুরসহ অন্য উপজেলার হাটবাজারেও পেঁয়াজের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসছে কম। এ ছাড়া বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।

অপর পাইকারি ব্যবসায়ী মির্জা ফকরুল বলেন, আমদানি ঠিক থাকলেও পূজার কারণে ভারত থেকে বাংলাদেশে তুলনামূলক পেঁয়াজ আসছে কম। এ কারণে দাম বেড়েছে।

নওগাঁ পাইকারি বাজারের আরেক ব্যবসায়ী তাসলিমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান বলেন, মোকাম ও খোলা হাটে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে আমরাও বাজারে বেশি দামে বিক্রি করছি। বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম দেশি বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে পেঁয়াজ সিন্ডিকেটের কোন সুযোগ নেই। কারণ পেঁয়াজ বেশি দিন মজুত করা যায় না। মজুত করলে তা পচে নষ্ট হয়ে যায়।

খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ছে। আড়তদারদের কাছ থেকে গত কয়েক দিন আগে যে দামে পেঁয়াজ কিনেছি সেই পেঁয়াজ এখন দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শফিউল আলম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করা উচিত। তা না হলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত