Ajker Patrika

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরির সময় আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৩, ২১: ৫৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরির সময় আটক ৪

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে মালামাল চুরির সময় চার ব্যক্তিকে আটক করেছেন প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা।

আজ শুক্রবার রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদার নিকিম কোম্পানিতে চুরির এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের তানিক ইসলাম (১৮), একই গ্রামের মো. রায়হান প্রামাণিক (২০) ও শুভ বিশ্বাস (১৮) এবং পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাসপাড়ার সাকিব প্রামাণিক (২৮)।

তাঁদের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চুরির বিভিন্ন মালামাল জব্দ করেছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলার প্রস্তুতি নিয়েছে।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পারভেজ আজকের পত্রিকাকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় আজ ভোর ৫টার দিকে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁরা নিকিম কোম্পানির কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা এসে জব্দ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হন এবং পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। পরে রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় ধৃত চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকার (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, আটক চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত