Ajker Patrika

চিরকুটে নম্বর লিখে বৈদ্যুতিক মিটার চুরি

 লালপুর (নাটোর) প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। এদিকে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোরের দল। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

আজ শুক্রবার ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তিরা হলেন—সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজারসংলগ্ন রাইস মিলে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত