Ajker Patrika

রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১ /২-এস থেকে আনুমানিক ২০ গজ ভারতের ভেতরে এ বৈঠক হয়।

বৈঠকে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়নের সঙ্গে বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের আলোচনা হয়। সমন্বয় সভায় বিজিবি-১ ব্যাটালিয়ন দলের নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। এ ছাড়া ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন এবং বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতিষ কুমার ডোগরা নিজ নিজ ব্যাটালিয়নের দলের নেতৃত্ব দেন।

এ নিয়ে জানতে চাইলে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘সমন্বয় সভায় সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ সভার মাধ্যমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে।’

সমন্বয় সভায় বিজিবির পক্ষে স্টাফ অফিসার হিসেবে মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন, রাজশাহী সদর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ বিজিবির পক্ষে ২৩ জন অংশ নেন। আর বিএসএফের পক্ষে স্টাফ অফিসার হিসেবে ডেপুটি কমান্ড্যান্ট রাম কুমারসহ মোট ১৭ জন অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত