প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
মাচায় পটোল চাষে লাভবান হচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার কৃষকেরা। সারা বছর চাহিদা থাকায় এবং অন্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় পটল চাষে ঝুঁকেছেন এই অঞ্চলের কৃষকেরা। এ বছর দাম ভালো পাওয়ায় চাষিরা বেশ খুশি।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, কীটনাশক ফাঁদ ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। কারণ এতে কীটনাশকের ব্যবহার প্রায় অর্ধেক হ্রাস পায়। পটোলের আবাদ বাড়াতে আধুনিক পদ্ধতিতে পটোল উৎপাদন এবং পোকামাকড় ও রোগ দমনে আইপিএম পদ্ধতিসহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
স্থানীয় পটোল চাষিরা জানান, চাষের উপযোগী মাটির পাশাপাশি সময়মতো সেচ ও সার প্রয়োগসহ সব ধরনের যত্ন ঠিকমতো করায় এই এলাকার পটোলচাষিরা ভালো ফলন পাচ্ছেন। জমি তৈরি থেকে শুরু করে বীজ, সার, মাচা তৈরিসহ সব মিলিয়ে পটোল আবাদে বিঘাপ্রতি খরচ হয় প্রায় ৩২ থেকে ৩৪ হাজার টাকা। একবার কট সুতা দিয়ে মাচা তৈরি করলে তিন থেকে চার বছর পর্যন্ত পটল চাষ করা যায়। প্রতি বছর সব খরচ বাদ দিয়ে বিঘায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হয়।
জিগরী গ্রামের পটোল চাষি আবু রায়হান জানান, গত কয়েক বছর ধরে জমি লিজ নিয়ে মাচায় পটোল চাষ করছেন তিনি। এতে তাঁর সংসারে সচ্ছলতা এসেছে। এ বছরও এক বিঘা দুই কাঠা জমি ১৪ হাজার টাকায় লিজ নিয়ে পটোল চাষ করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার টাকার পটোল বিক্রি করেছেন। তিনি আশা করছেন, সব খরচ বাদ দিয়ে এ বছর ওই জমি থেকে ৬৫ হাজার টাকা লাভ হবে।
বসুপাড়া গ্রামের পটোল চাষি শহিদুল ইসলাম বলেন, 'এ বছর নিজ জমির পাশাপাশি লিজ নেওয়া চার বিঘা জমি থেকে সপ্তাহে প্রায় ৮ থেকে ১০ মণ পটল উঠছে। চলতি বছরে বেশির ভাগ সময় দাম ভালো থাকায় অধিক লাভের আশা করছি।'
পাইকারি ব্যবসায়ী বোরহান উদ্দিন হিরন বলেন, 'এখন পটোলের দাম ভালো। পাইকারি প্রতি মণ পটোল ৮০০ থেকে ৮৫০ টাকা। এই উপজেলা থেকে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ মণ পটোল ঢাকা, রংপুর, ঈশ্বরদী, ভেড়ামারাসহ দেশের বিভিন্ন জেলায় যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, 'বাগাতিপাড়া উপজেলায় এ বছর প্রায় ১ হাজার ২০০ বিঘা জমিতে পটোলের চাষ হয়েছে। বিপণন সহজ ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় এই এলাকায় পটোল একটি সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা দিয়েছে।'
মাচায় পটোল চাষে লাভবান হচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার কৃষকেরা। সারা বছর চাহিদা থাকায় এবং অন্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় পটল চাষে ঝুঁকেছেন এই অঞ্চলের কৃষকেরা। এ বছর দাম ভালো পাওয়ায় চাষিরা বেশ খুশি।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, কীটনাশক ফাঁদ ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। কারণ এতে কীটনাশকের ব্যবহার প্রায় অর্ধেক হ্রাস পায়। পটোলের আবাদ বাড়াতে আধুনিক পদ্ধতিতে পটোল উৎপাদন এবং পোকামাকড় ও রোগ দমনে আইপিএম পদ্ধতিসহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
স্থানীয় পটোল চাষিরা জানান, চাষের উপযোগী মাটির পাশাপাশি সময়মতো সেচ ও সার প্রয়োগসহ সব ধরনের যত্ন ঠিকমতো করায় এই এলাকার পটোলচাষিরা ভালো ফলন পাচ্ছেন। জমি তৈরি থেকে শুরু করে বীজ, সার, মাচা তৈরিসহ সব মিলিয়ে পটোল আবাদে বিঘাপ্রতি খরচ হয় প্রায় ৩২ থেকে ৩৪ হাজার টাকা। একবার কট সুতা দিয়ে মাচা তৈরি করলে তিন থেকে চার বছর পর্যন্ত পটল চাষ করা যায়। প্রতি বছর সব খরচ বাদ দিয়ে বিঘায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হয়।
জিগরী গ্রামের পটোল চাষি আবু রায়হান জানান, গত কয়েক বছর ধরে জমি লিজ নিয়ে মাচায় পটোল চাষ করছেন তিনি। এতে তাঁর সংসারে সচ্ছলতা এসেছে। এ বছরও এক বিঘা দুই কাঠা জমি ১৪ হাজার টাকায় লিজ নিয়ে পটোল চাষ করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার টাকার পটোল বিক্রি করেছেন। তিনি আশা করছেন, সব খরচ বাদ দিয়ে এ বছর ওই জমি থেকে ৬৫ হাজার টাকা লাভ হবে।
বসুপাড়া গ্রামের পটোল চাষি শহিদুল ইসলাম বলেন, 'এ বছর নিজ জমির পাশাপাশি লিজ নেওয়া চার বিঘা জমি থেকে সপ্তাহে প্রায় ৮ থেকে ১০ মণ পটল উঠছে। চলতি বছরে বেশির ভাগ সময় দাম ভালো থাকায় অধিক লাভের আশা করছি।'
পাইকারি ব্যবসায়ী বোরহান উদ্দিন হিরন বলেন, 'এখন পটোলের দাম ভালো। পাইকারি প্রতি মণ পটোল ৮০০ থেকে ৮৫০ টাকা। এই উপজেলা থেকে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ মণ পটোল ঢাকা, রংপুর, ঈশ্বরদী, ভেড়ামারাসহ দেশের বিভিন্ন জেলায় যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, 'বাগাতিপাড়া উপজেলায় এ বছর প্রায় ১ হাজার ২০০ বিঘা জমিতে পটোলের চাষ হয়েছে। বিপণন সহজ ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় এই এলাকায় পটোল একটি সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা দিয়েছে।'
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
৪ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) সেতুর জন্য অধিগ্রহণ করা জমি দখলের মহোৎসব চলছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০ মিটার সেতুর দুই পাড়ের অধিকাংশ জমি এরই মধ্যে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে ঘর ও দোকান। সেসব ভাড়া দিয়ে টাকা নিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী।
৪ ঘণ্টা আগে‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৪ ঘণ্টা আগে