Ajker Patrika

নাটোরে হত্যাসহ ৪ মামলায় বিএনপি নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি
নাটোরে হত্যাসহ ৪ মামলায় বিএনপি নেতা কারাগারে

নাটোরের আলোচিত রাকিব ও রায়হান হত্যা মামলাসহ ৪ মামলায় বিএনপি নেতা দেওয়ান শাহীনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ঘনিষ্ঠ ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এই নির্দেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘নাটোরের আলোচিত রাকিব ও রায়হান হত্যা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের মিছিলে হামলা, গুলি, আওয়ামী লীগ নেতা মোর্ত্তজা আলী বাবলুসহ নেতা-কর্মীদের ওপর হামলা ও পলাশ হত্যাসহ ৪টি মামলায় আত্মসমর্পণ করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে দেওয়ান শাহীন জামিন আবেদন করেন। পরে, আদালতের বিচারক মামলার জামিন শুনানি শেষে আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত