Ajker Patrika

ইট ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, কারখানা সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৭
ইট ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, কারখানা সিলগালা

সিরাজগঞ্জে ইট, কাঠ ও চালের গুঁড়ার মিশ্রণ করে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করা হচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে রায় মসলা কারখানা নামের ওই কারখানটি সিলগালা করে দেয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

ইট, কাঠ ও চালের গুঁড়া দিয়ে তৈরি মসলা পলিথিনে রাখাহাসান আল মারুফ বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদগঞ্জ এলাকা, কাঠেরপুল বাজার ও বাহির গোলা বাজারে ভোক্তা-অধিকার অভিযান পরিচালনা করে। এ সময় শহীদগঞ্জ এলাকায় কাঠের গুঁড়া, চালের কুড়া ও ইটের গুঁড়া মিশিয়ে বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করার অভিযোগে রায় মসলা কারখানা নামের একটি মসলার মিলকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানতিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত