Ajker Patrika

নির্বাচনে কারচুপি করতে ডিসিদের নিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী: টুকু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২২: ২০
নির্বাচনে কারচুপি করতে ডিসিদের নিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী: টুকু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে সম্মেলন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বুধবার বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ১০ দফা দাবিতে করা এ সমাবেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী নির্বাচনে কীভাবে কারচুপি করা হবে, সেটি ঠিক করতেই ডিসিদের নিয়ে সভা হচ্ছে।’ তিনি প্রধানমন্ত্রীর এই সম্মেলনকে ‘ডিসিদের নিয়ে সভা’ বলেও মন্তব্য করেছেন। 

এ সময় টুকু আরও বলেন, ‘বিনা ভোটে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে, সে কারণেই ১০ দফা বাস্তবায়ন জরুরি। এসব দাবি আদায়ে বিএনপির নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত