Ajker Patrika

নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের বেলে পাথর উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৬
নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের বেলে পাথর উদ্ধার, গ্রেপ্তার ২ 

নওগাঁর নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সদৃশ) উদ্ধার করেছেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ওই গ্রামের আ. ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)। 

এ বিষয়ে র‍্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানকারী দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলে পাথরের একটি পিলারের খণ্ড, অর্থাৎ কষ্টিপাথর সদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি এবং ওজন ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। 

উপপরিদর্শক আরও বলেন, ওই সময় পিলারের খণ্ডটি লুকিয়ে রাখার অপরাধে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে ওই বেলে পাথর বিক্রির চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁরা নিজ এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলেন। 

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম পাথরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়ামতপুর থানায় এসআই আবুল কালাম বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর-১০৫৪। 

নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত