নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সদৃশ) উদ্ধার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ওই গ্রামের আ. ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
এ বিষয়ে র্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানকারী দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলে পাথরের একটি পিলারের খণ্ড, অর্থাৎ কষ্টিপাথর সদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি এবং ওজন ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
উপপরিদর্শক আরও বলেন, ওই সময় পিলারের খণ্ডটি লুকিয়ে রাখার অপরাধে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে ওই বেলে পাথর বিক্রির চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁরা নিজ এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলেন।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম পাথরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়ামতপুর থানায় এসআই আবুল কালাম বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর-১০৫৪।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
নওগাঁর নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সদৃশ) উদ্ধার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ওই গ্রামের আ. ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
এ বিষয়ে র্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানকারী দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলে পাথরের একটি পিলারের খণ্ড, অর্থাৎ কষ্টিপাথর সদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি এবং ওজন ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
উপপরিদর্শক আরও বলেন, ওই সময় পিলারের খণ্ডটি লুকিয়ে রাখার অপরাধে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে ওই বেলে পাথর বিক্রির চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁরা নিজ এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলেন।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম পাথরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়ামতপুর থানায় এসআই আবুল কালাম বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর-১০৫৪।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় ঘোষণা করেন।
১ মিনিট আগেসকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
৩৯ মিনিট আগেঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে একহাজার টাকা জমা দেন মোটরসাইকেল চালক। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে...
৪৪ মিনিট আগেবিভিন্ন সময় তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তারা চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধুমাত্র কয়েকজন চাষীর জন্য নয়, সবার জন্য কাজ করুক।
১ ঘণ্টা আগে