বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্যে দিয়ে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অর্ধশত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী জড়ো হয়ে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল নিয়ে প্রতিষ্ঠানটির সামনে আসে।
এই সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পরিবেশন করে।
এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং–তুলি, পোস্টার পেপার দেখা যায়। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোনো বাধা দেননি।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী নূরা জেরিন বলেন, আন্দোলনে নিহত সব ভাই-বোনদের স্মরণে আজ আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সমবেত হয়েছি। আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ ছাড়া আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আমাদের নীতি-নৈতিকতার পাঠ শিখিয়েছেন, আজ তাঁদের কাছে দেশের এই ক্রান্তিলগ্নে সহযোগিতা চাইতে এসেছি। উনারা সরাসরি না পারলেও যেন মৌন সমর্থন আমাদের দেন।’
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছে।
বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মধ্যে দিয়ে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অর্ধশত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী জড়ো হয়ে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ মিছিল নিয়ে প্রতিষ্ঠানটির সামনে আসে।
এই সময় তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। পরে তারা প্রতিষ্ঠানটির সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন ও বিদ্রোহী সংগীতসহ জাতীয় সংগীত পরিবেশন করে।
এ সময় অনেকের হাতে প্ল্যাকার্ড, রং–তুলি, পোস্টার পেপার দেখা যায়। শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোনো বাধা দেননি।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী নূরা জেরিন বলেন, আন্দোলনে নিহত সব ভাই-বোনদের স্মরণে আজ আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সমবেত হয়েছি। আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ ছাড়া আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আমাদের নীতি-নৈতিকতার পাঠ শিখিয়েছেন, আজ তাঁদের কাছে দেশের এই ক্রান্তিলগ্নে সহযোগিতা চাইতে এসেছি। উনারা সরাসরি না পারলেও যেন মৌন সমর্থন আমাদের দেন।’
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করেছে।
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
৯ মিনিট আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
১৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
১ ঘণ্টা আগে