সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে ‘কেন বরখাস্ত করা হবে না’ তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের হানিকর কার্যকলাপের জড়িত থাকা, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার/প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন না হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) খ ও ঘ-এর অপরাধে কেন তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে পত্রটি পাঠানো হয়েছে।
গত ২৯ জুলাই চিঠিটি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি এসেছে কি না তা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলতে পারবেন।’
এ বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের অনুলিপি আমরা হাতে পেয়েছি।’
বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল রাতে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুলিশের অ্যাকশন মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে পুলিশ বাহিনীকে নিয়ে কিছু মন্তব্যও করেন। এ ঘটনায় ২০ এপ্রিল বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বেলকুচি থানার ওসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপার বরাবর আবেদন করেন। পরে পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে গত ২৭ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করে।
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে ‘কেন বরখাস্ত করা হবে না’ তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রের হানিকর কার্যকলাপের জড়িত থাকা, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার/প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন না হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) খ ও ঘ-এর অপরাধে কেন তাঁকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে পত্রটি পাঠানো হয়েছে।
গত ২৯ জুলাই চিঠিটি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি এসেছে কি না তা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলতে পারবেন।’
এ বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বেলকুচি পৌরসভার মেয়রকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের অনুলিপি আমরা হাতে পেয়েছি।’
বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জবাব দেননি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল রাতে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুলিশের অ্যাকশন মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে পুলিশ বাহিনীকে নিয়ে কিছু মন্তব্যও করেন। এ ঘটনায় ২০ এপ্রিল বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বেলকুচি থানার ওসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপার বরাবর আবেদন করেন। পরে পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে গত ২৭ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। জেলা প্রশাসক গত ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করে।
ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১৯ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যারা এখন মামলা বাণিজ্য করছেন, যারা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাথি মেরে জেবিন আক্তার (৩০) নামের এক নারীকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
২ ঘণ্টা আগে