সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিনাখড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের চালক, সহকারী, যাত্রীসহ ১০ জন আহত হন।
স্থানীয় বেলাল হোসেন জানান, ‘দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ছাড়া এ বাসের ছয়জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি বলেন, পাবনা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর কাজ করে।
এ বিষয়ে জানতে চাইলে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। সাঁথিয়ার কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে সড়ক থেকে বাস দুটি সরিয়ে মহাসড়কের যানজট মুক্ত করেছি। এখন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।’
পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিনাখড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের চালক, সহকারী, যাত্রীসহ ১০ জন আহত হন।
স্থানীয় বেলাল হোসেন জানান, ‘দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ছাড়া এ বাসের ছয়জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি বলেন, পাবনা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর কাজ করে।
এ বিষয়ে জানতে চাইলে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। সাঁথিয়ার কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে সড়ক থেকে বাস দুটি সরিয়ে মহাসড়কের যানজট মুক্ত করেছি। এখন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।’
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিন কর্মকর্তার পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শিহাব (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
৩৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? যে ইলেকশন করবেন, সেই মবের ইলেকশন কি দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে?’
৪০ মিনিট আগেপুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারসহ ছয় দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসা সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানানো হয়।
৪৩ মিনিট আগে