Ajker Patrika

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিনাখড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের চালক, সহকারী, যাত্রীসহ ১০ জন আহত হন।

স্থানীয় বেলাল হোসেন জানান, ‘দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ছাড়া এ বাসের ছয়জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি বলেন, পাবনা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর কাজ করে।

এ বিষয়ে জানতে চাইলে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। সাঁথিয়ার কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে সড়ক থেকে বাস দুটি সরিয়ে মহাসড়কের যানজট মুক্ত করেছি। এখন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত